টাঙ্গাইল

টাঙ্গাইল মহাসড়কে ভোর থেকেই ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

টাঙ্গাইল, ১৮ জুলাই- রোববার (১৮ জুলাই) ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা যায়।

গতকাল বিকেলেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট হয়। মহাসড়কের গোড়াই শিল্পাঞ্চল এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজের জন্য চার লেনের গাড়ি এক লেন দিয়ে বের হয়।

এছাড়া গোড়াই-সখিপুর সড়কের যাত্রীবাহী বাস ও পশু এবং পণ্যবাহী ট্রাকগুলো ইউটার্ন নিয়ে মহাসড়কে উঠছে। ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ক্রমে তীব্র হচ্ছে যানজট।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার পর থেকেই মহাসড়কের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এলাকায় যানজট শুরু হয়।

সূত্রঃ জাগো নিউজ

আর আই

Back to top button