জার্মানি ও বেলজিয়ামে ব্যাপক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০
বার্লিন, ১৮ জুলাই-ব্যাপক বন্যায় জার্মানি ও বেলজিয়ামে মৃতের সংখ্যা আরও বাড়ছে। বহু বাড়িঘর ধসে পড়েছে। নিহত হয়েছে অন্তত ১৭০ জন। উদ্ধার কর্মীরা বিপর্যস্ত জার্মানি ও বেলজিয়ামের বিভিন্ন অংশে এখনো অনুসন্ধান চালাচ্ছে। খবর রয়টার্স।
শনিবার নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের ইরফটস্টাডট সফরে জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ওয়াল্টার স্টেনমেয়ার বলেন, হতাহতদের পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা ও শোক জানাচ্ছি। এই বিপর্যয়ে আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে।
এদিকে, বেলজিয়ামেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৃতের সংখ্যা বাড়ছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। একে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। অন্যদিকে নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলেও চলমান বন্যায় এক প্রকার ভেঙে পড়েছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা। এতে বন্যা কবলিত এলাকার হাজারো বাসিন্দা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই