ইউরোপ

সাইবেরিয়ায় নিখোঁজ বিমানের ১৮ জন আরোহীই জীবিত উদ্ধার

সাইবেরিয়া, ১৭ জুলাই – সাইবেরিয়ান টমেস্ক অঞ্চলে শুক্রবার নিখোঁজ হওয়া বিমানটিতে থাকা ১৮ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

রুশ বিমান সংস্থা এএফপিকে জানিয়েছে, “বিমানের আরোহী প্রত্যেকেই বেঁচে আছেন”। আঞ্চলিক রাজধানীতে বিমানটি অবতরণের পর উদ্ধারকারীরা ১৫ জন যাত্রী ও তিন জন ক্রুকে উদ্ধার করেছে।

সূ্ত্র: একুশে টিভি
এম ইউ/১৭ জুলাই ২০২১

Back to top button