জানা-অজানা

বিশ্বে করোনা থেকে সুস্থ ৩ কোটি ৯ লাখ

প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন কোটি ৯ লাখ ১০ হাজার ৪২৯ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৮৪ হাজার ৪১৯ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৭ হাজার ৪০৯ জনের। দেশটিতে সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫৬ লাখ ২ হাজার ১১৬ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৭৭ লাখ ৫ হাজার ১৫৮ জন এবং মারা গেছে এক লাখ ১৬ হাজার ৬৫৩ জন। এছাড়া দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ লাখ ৭১ হাজার ৮৯৫ জন রোগী।

আরও পড়ুন: ‘আসাংম্রাই’ বুদ্ধমূর্তিটি ৮০০ বছরের পুরনো

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৩ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৫৯ জনের। আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ লাখ ৫৬ হাজার ৪৮৯ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৪ লাখ ৪৭ হাজার ৩৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৪ হাজার ৯৫২ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৬ হাজার ৫০০ জনের বেশি।

পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ স্পেনে করোনায় সংক্রমণের সংখ্যা ১০ লাখ ৪৬ হাজার ৬৪১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩৬৬ জনের।

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৭ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৩ লাখ ৯৩ হাজার ১৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৭২৩ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৮ হাজার ৮৪৫ জন।

এন এইচ, ২২ অক্টোবর

Back to top button