দক্ষিণ এশিয়া

পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যু নিয়ে যা বল্লেন তালেবান

কাবুল, ১৭ জূলাই – আফগানিস্তানে সংঘাত চলাকালে বার্তা সংস্থা রয়টার্সের পুলিৎজার জয়ী ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে তালেবান। এ ঘটনায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি সংগঠনটির।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা সত্যিই জানি না কার চালানো গুলিতে ওই সাংবাদিকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগে যে কোনো সাংবাদিকের উচিত আমাদের বিষয়টি জানানো। তাহলে তার সুরক্ষার দায়িত্ব আমাদের হবে। আমরা সঠিকভাবে খেয়াল রাখতে পারব। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির মৃত্যুতে আমরা শোকস্তব্ধ। কিন্তু সাংবাদিকরা আমাদের না জানিয়েই যুদ্ধক্ষেত্রে আসছেন, এটাই আফসোস।

শুক্রবার কান্দাহার প্রদেশের স্পিন বলদাক অঞ্চলে সংঘর্ষ চলাকালে রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী নিহত হন। ভারতীয় এ সংবাদিক গত কয়েক দিন ধরে কান্দাহারের পরিস্থিতি কভার করছিলেন।

আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, স্পিন বলদাকের মূল বাজার এলাকার দখল ফেরাতে তালিবানের সঙ্গে লড়াই শুরু হয় আফগান সেনাদের। সে সময় দানিশ সিদ্দিকি এবং এক আফগান কর্মকর্তার মৃত্যু হয়।

তথ্যসূত্র: যুগান্তর
এস সি/১৭ জূলাই

Back to top button