জাতীয়

ঈদের ফিরতি যাত্রায় বাড়ছে না যাত্রীবাহী ট্রেন

ঢাকা, ১৭ জুলাই – ঈদুল আজহার ফিরতি যাত্রায় বাড়ছে না যাত্রীবাহী ট্রেনের সংখ্যা। তবে ট্রেনের বগি বাড়ানো হতে পারে।

শনিবার (১৭ জুলাই) এ তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদত আলী।

তিনি বলেন, ফিরতি পথে ট্রেনের সংখ্যা বাড়ানোর কোনো সম্ভাবনা নেই। রোববার আমরা বৈঠকে বসবো। সেখানে বগির সংখ্যা বাড়ানো যেতে পারে কিনা সে বিষয় নিয়ে আলোচনা করবো।

কোরবানির ঈদকে সামনে রেখে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করে মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ জুন যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর ১ জুলাই শুরু হয়েছিল সর্বাত্মক লকডাউন, যার মেয়াদ ছিল ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত।

ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত আগের বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে।

সূ্ত্র: বাংলা নিউজ
এম ইউ/১৭ জুলাই ২০২১

Back to top button