এশিয়া

অলিম্পিক ভিলেজেও করোনার হানা

টোকিও, ১৭ জুলাই – জাপানের টোকিওতে ‘অলিম্পিক ভিলেজ’-এ হানা দিয়েছে কোভিড-১৯। অলিম্পিকের আসর শুরুর মাত্র ছয়দিন আগে সেখানে একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আয়োজকদের উদ্ধৃতি দিয়ে শনিবার আল জাজিরা এ খবর জানায়।

টোকিও অলিম্পিকের সিইও তোশিরো মুতো শনিবার নিশ্চিত করেছেন যে, বিদেশ থেকে আসা খেলার আয়োজকদের একজন করোনা পজেটিভ হয়েছেন। তবে গোপনীয়তার স্বার্থে তিনি ওই ব্যক্তির জাতীয়তা নিশ্চিত করেননি।

আয়োজক কমিটির মুখপাত্র মাসা তাকায়া সংবাদ সম্মেলনে জানান, স্ক্রিনিং টেস্টকালে অলিম্পিক ভিলেজে একজনের করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তিকে ভিলেজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকায়া বলেন, ‘বর্তমানে ওই ব্যক্তি একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।’

এ প্রসঙ্গে অলিম্পিকের চলতি আসরের প্রধান আয়োজক সিকো হাশিমোতো বলেন, ‘কোভিড সংক্রমণ ঠেকাতে আমরা যথাসম্ভব সব কিছুই করছি।’

সূ্ত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৭ জুলাই ২০২১

Back to top button