জাতীয়

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে : মো. শাহাব উদ্দিন

ঢাকা, ১৭ জূলাই – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন জনগণের সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। বর্তমানে জনগণকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। কেউই খাদ্যের কষ্টে ভুগবে না। সকলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবে।’

শনিবার (১৭ জুলাই) মৌলভীবাজারের বড়লেখায় ১১ হাজার ৪০৮ জন দুস্থ ও অসহায় ব্যক্তিদের ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, ‘অসহায় মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে আরও তিন হাজার ২০০ কোটি টাকার ৫টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।’

সরকার এরই মধ্যে ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন শ্রমিক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীকে নগদ ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন বলে জানান পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, ‘শহর এলাকার নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ ওএমএস চালু করার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গ্রামীণ এলাকায় কর্ম সৃজন মূলক কার্যক্রমে অর্থায়নের জন্য এক হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পর্যটন খাতের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘বড়লেখা উপজেলার জনগণকে ইতোমধ্যে অনেক সহযোগিতা করা হয়েছে। আরও সাহায্য পাইপলাইনে আছে। সকলেই সহযোগিতা পাবেন, চিন্তা করবেন না।’

করোনাভাইরাস থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে শাহাব উদ্দিন বলেন, ‘বর্তমানে অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন। কাজেই সবাইকে অনুরোধ করব একটু সচেতন থাকলে নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করতে পারবেন। এই ভাইরাসকে সাধারণ মনে করবেন না, যেকোনো সময় আপনাকে আক্রান্ত করে জীবন সংশয়ে ফেলতে পারে।’ এ সময় তিনি সকলকে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

বড়লেখা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা পৌরসভার মেয়র মো. আবুল ইমাম আহমদ কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।

এ দিন পরিবেশমন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

তথ্যসূত্র: জাগো নিউজ
এস সি/১৭ জূলাই

Back to top button