দক্ষিণ এশিয়া

ভারতের বিহারে বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যু

নয়াদিল্লি, ১৭ জুলাই – ভারতের বিহারে গত দুই থেকে তিন দিনে বিষাক্ত মদপান করে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বিহারের পশ্চিম চম্পারণের এ ঘটনায় এরইমধ্যে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও মৃতদের মধ্যে আট জনের পরিবারের দাবি, তাদের মৃত স্বজনরা মদপান করেনি।

চম্পারণের জেলা প্রশাসক কুন্দন কুমার বলেন, ‘আমরা খবর পেয়েছি গত দুই-তিন দিনে প্রায় ১৬ জন রহস্যজনকভাবে মারা গেছেন। যদিও তাদের পরিবার ও গ্রামবাসীরা মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন। এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদের শেষকৃত্য হয়ে যাওয়ায় এই মুহূর্তে মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আমরা মেডিক্যাল দল নিয়োগ করেছি। আর কারও শরীরে কোনও উপসর্গ দেখা যাচ্ছে কি না সেদিকে নজর রাখা হচ্ছে।’

চম্পারণের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল লালন মোহন প্রসাদ বলেন, ‘আমরা প্রায় ৪০ জনের বয়ান রেকর্ড করেছি। তাদের মধ্যে মৃতদের পরিবারের লোকও রয়েছেন। মদ খাওয়ার কথা অস্বীকার করেছেন সবাই। যদিও হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি জানিয়েছেন, তিনি মদ খেয়েছিলেন।’

২০১৬ সালের এপ্রিল মাস থেকে বিহারে মদ বিক্রি বন্ধ। তারপরও এই ধরনের ঘটনা সামনে আসায় দুই গ্রাম চৌকিদারকে বরখাস্ত করেছে প্রশাসন। এই ঘটনায় সুর চড়িয়েছে রাজ্যের বিরোধী দল আরজেডি। নীতীশ কুমার সরকারের সমালোচনা করেছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।

সূ্ত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/১৭ জুলাই ২০২১

Back to top button