বলিউড

ক্যাটরিনার জন্মদিনে যে শুভেচ্ছা বার্তা দিলেন সালমান

মুম্বাই, ১৭ জুলাই – বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন গেল গতকাল শুক্রবার। ৩৯ বছরে পা রাখলেন এই অভিনেত্রী। তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

তবে, সাবেক প্রেমিক সালমান খানের শুভেচ্ছা নিয়ে আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে। ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য প্রকাশ করেছে।

দুজনার পুরনো একটি ছবি শেয়ার করে সালমান খান লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই একটা অসাধারণ জন্মদিনের। জন্মদিন আসুক তোমার জীবনে ভালোবাসা ও শ্রদ্ধা ভরা।’

সালমান খানের হাত ধরেই সিনেমায় অভিষেক হয়েছিল ক্যাটরিনা কাইফের। তারা একসঙ্গে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ও ‘পার্টনার’ সিনেমায় অভিনয় করেছেন।

ক্যাটরিনা জন্মদিনে ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছেন, ‘জন্মদিনে ধন্যবাদ, আমাকে এতটা ভালোবাসার জন্য।’

সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শেষে রণবীর কাপুরের সঙ্গেও প্রেমের কথা শোনা গিয়েছিল ক্যাটরিনার। বর্তমানে ভিকি কৌশলের সঙ্গে প্রেমের কথা শোনা যায় এই নায়িকার।

এম ইউ/১৭ জুলাই ২০২১

Back to top button