ঢালিউড
‘ধাঁধা’ ছবিতে বনি-কৌশানী
ঢাকা, ১৭ জুলাই – কলকাতার জনপ্রিয় মুখ বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় অভিনয় করছেন বাংলাদেশের সিনেমায়। ‘ধাঁধা’ শিরোনামের ছবিটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। প্রযোজনা সংস্থা শাপলা ফিল্ম ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।
১৫ জুলাই বৃহস্পতিবার ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। যেখানে অর্ধনারীশ্বর অবতারে হাজির হয়েছেন বনি এবং কৌশানী।
ধাঁধা প্রসঙ্গে শামীম আহমেদ রনি বলেন, ‘কিছুদিন আগে ভারতের কাশ্মীরে ছবিটির একটি গান ও বেশকিছু দৃশ্যের শুটিং করেছি। বর্তমানে করোনার কারণে শুটিং বন্ধ আছে। চলতি মাসের ২১ তারিখ থেকে আবার কাশ্মীরেই ছবিটির শুটিং শুরু হবে।’
নির্মাতা জানান, ‘ভৌতিক গল্পের ধাঁধা ছবিতে কমেডিও থাকবে। বনি, কৌশানী ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত।’
এন এইচ, ১৭ জুলাই