যশোর

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু

যশোর, ১৭ জুলাই – যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। উপসর্গে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, ৪৮০টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ড. আরিফ আহম্মেদ ও সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ড. রেহেনেওয়াজ জানিয়েছেন, নতুন শনাক্ত ১০৮ জনের মধ্যে যশোর সদর উপজেলায় পজেটিভ শনাক্ত হয়েছে ৭০ জন, ঝিকরগাছায় ১০ জন, চৌগাছা উপজেলায় ১০ জন, মনিরামপুরে ছয় জন, অভয়নগরে তিন জন, বাঘারপাড়ায় একজন, শার্শায় আটজন রয়েছেন। জেলায় শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ। করোনায় ও উপসর্গে নতুন করে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২০১ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৬ হাজার ৮০৬ জন। সুস্থ হয়েছেন নয় হাজার ৭৮২ জন। মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

সূত্র : ঢাকাটাইমস
এন এইচ, ১৭ জুলাই

Back to top button