টাঙ্গাইল
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
টাঙ্গাইল, ১৭ জুলাই- টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়াও একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯২ জন।
শনিবার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন জানান, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজন মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর ১৮৮টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.৯৩ %।
জেলায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮৭ জনের এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৮ জন ।
সূত্রঃ বিডি-প্রতিদিন
আর আই