ঢালিউড

ড্যানি সিডাকের মুখোমুখি অপু বিশ্বাস-দিঘী

ঢাকা, ১৭ জুলাই – ঢাকাই ছবির এক সময়ের ব্যস্ত অভিনেতা ড্যানি সিডাক। নায়কের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। করেছেন খল অভিনেতার ভূমিকায়ও। এই অভিনেতা এবার বসেছেন উপস্থাপনার চেয়ারে। ঈদ উপলক্ষে সেলিব্রেটি আড্ডা’ নামের একটি অনুষ্ঠান প্রচার হবে বিটিভিতে।এটির উপস্থাপক হিসেবে থাকছেন ড্যানি সিডাক।

অনুষ্ঠানটিতে ড্যানির অতিথি হয়ে হাজির থাকবেন ঢাকাই ছবির দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও প্রার্থনা ফারদিন দীঘি। ফজলে আজিম জুয়েলের প্রযোজনায় চলচ্চিত্র জগতের তারকাদের নিয়ে এ অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে বিটিভিতে প্রচার হবে বলে মেইলবার্তায় জানিয়েছে বিটিভি।

অনুষ্ঠানটি নিয়ে ড্যানি বলেন, দারুণ একটি আড্ডার অনুষ্ঠান এটি। এর মাধ্যমে কথায় কথায় দুই নায়িকা ও চলচ্চিত্রের নানা বিষয়ে জানতে পারবেন দর্শকরা।

সূত্র : সমকাল
এন এইচ, ১৭ জুলাই

Back to top button