মানিকগঞ্জ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৪
মানিকগঞ্জ, ১৭ জুলাই- মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ জন। শনিবার গত কয়েকদিনের চেয়ে আক্রান্তের হার কম।
৯১টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা রোগী শনাক্ত হয়েছিল।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৩২ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫০৫ জন। করোনায় মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত ২৬ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সূত্রঃ বিডি-প্রতিদিন
আর আই