সুনামগঞ্জ
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান করোনায় আক্রান্ত
সুনামগঞ্জ, ১৭ জুলাই- সুুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শারীরিক জঠিলতা এড়াতে বর্তমানে তাকে রাজধানীর ঢাকার শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, নুরুল হুদা মুকুট ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় শিকদার মেডিকেল তলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বর্তমান শারীরিক অবস্থা ভালো রয়েছে। অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে না।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি বলেন, বৃহস্পতিবার লিডারের(নুরুল হুদা মুকুট) করোনা টেস্ট করানো হয়। শুক্রবার রিপোর্ট আসে করোনা পজেটিভ। পরে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। সবাই উনার জন্য দোয়া করবেন।
আর আই