শের-ই বাংলা মেডিকেলে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু
বরিশাল, ১৭ জুলাই- বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসাধীন রয়েছেন আড়াই শতাধিক রোগী। এদিকে, এই মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে সর্বশেষ নমুনা পরীক্ষায় ৬৪.৩৮ ভাগের করোনা শনাক্ত হয়েছে।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল শুক্রবার (১৬ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন রোগী। যাদের মধ্যে ৩৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ ছিল। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫ জনের করোনা পজেটিভ।
২২টি আইসিইউ বেডে চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষ ২২ জন রোগী। আরও অন্তত ৩০ জন রোগীর জরুরি আইসিইউ সেবা প্রয়োজন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন পজেটিভসহ মোট ১২ জন রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৫৩ জন রোগী। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮৪ জনের। অন্যরা উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্টের অপেক্ষায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে, এই মেডিকেল কলেজের আরটি পিসির ল্যাবে সর্বশেষ করোনা শনাক্তের হার ৬৪.৩৮ ভাগ। গতকাল শুক্রবার (১৬ জুলাই) রাতে সর্বশেষ রিপোর্টে ২১৯ জনের নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতের রিপোর্টে করোনা শনাক্তের হার ছিল ৬৮.৬১ ভাগ।
গত বছর ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৪৬ জনের করোনা রিপোর্ট ছিলো পজেটিভ।
সূত্রঃ বিডি-প্রতিদিন
আর আই