ক্রিকেট

ভারতের বিপক্ষে শানাকাকে অধিনায়ক করে শ্রীলঙ্কার দল ঘোষণা

কলম্বো, ১৭ জুলাই – ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে এবং তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এ দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন দাসুন শানাকা।

২৪ সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেন দেশটির যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নামাল রাজাপাকসে।

আগামীকাল রোববার (১৮ জুলাই) দেশটির রাজধানী কলম্বোতে প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে। এরপর ২০ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ জুলাই তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকাল ৩টায় ম্যাচগুলো শুরু হবে।

২৫ জুলাই থেকে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কা স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আসেন বান্দারা, মিনোদ ভানুকা, লাহিরু উদারা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, লাকশান সান্দাকান, অকিলা ধনঞ্জয়া, শিরান ফার্নান্দো, ধনঞ্জয়া লাকশান, ইশান জয়রত্নে, প্রবীণ জয়বিক্রম, অসিথ ফার্নান্দো, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্দো।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৭ জুলাই

Back to top button