কুমিল্লা

কুমিল্লায় ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৪৭৬

কুমিল্লা, ১৭ জুলাই – কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪৭৬ জন। জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন শনিবার (১৭ জুলাই) আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মীর মোবারক হোসেন জানিয়েছেন, এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮০ জনে।

সিভিল সার্জন বলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১ হাজার ১০৪ জনের নমুনা পরীক্ষায় ৪৭৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৯৭১ জন। আক্রান্তের হার ৪৩ দশমিক ১ শতাংশ। তাদের মধ্যে ১৪৬ জনই কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।

মৃতদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১ জন, বাকীরা বিভিন্ন উপজেলার।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৭ জুলাই

Back to top button