চট্টগ্রাম

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক আটক

চট্টগ্রাম, ২২ অক্টোবর- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ায় জামিল হোসেন (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে একই উপজেলার কদলপুর ৮ নম্বর ওয়ার্ডের মোশাররফ আলীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় বুধবার (২০ অক্টোবর) উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ওই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন বলে তিনি জানিয়েছেন। গ্রেফতার জামিল হোসেন স্থানীয় আব্দুল কুদ্দুসের ছেলে।

আরও পড়ুন: এতিমখানায় চানাচুর চুরির অভিযোগে ৬০ শিক্ষার্থীকে গুরুতর মারধর

আবদুল্লাহ আল হারুন বলেন, গ্রেফতার জামিল হোসেন (ToHa) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট দেন। ওই পোস্ট দেখে উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ আমাদের অবহিত করেন। পরে মঙ্গলবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে জামিল হোসেনকে আটক করি। এ ঘটনায় বুধবার যুবলীগের সভাপতি জমির উদ্দীন পারভেজ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন
এম এন / ২২ অক্টোবর

Back to top button