পশ্চিমবঙ্গ

২০২৪-এর লক্ষ্যে ‘পিচ’ তৈরি করতেই দিল্লি যাচ্ছেন মমতা!

সঞ্জয় ঘোষাল

কলকাতা, ১৭ জুলাই – একুশের যুদ্ধ শেষ, এবার লক্ষ্য ২০২৪। মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট ফিক্সড করে ফেলেছেন। ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে ক্ষেত্র তৈরি করার দায়িত্ব আগেই দিয়েছেন, কিন্তু তিনি কংগ্রেসের হয়ে ব্যাটিং করতে নামায় খানিক সংশয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবার দিল্লি পাড়ি দিচ্ছেন ২০২৪-এ মোদী শাসনের অবসান ঘটানোর সময়।

মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিচ রেডি করতে ময়দানে

বাংলায় একুশের হার্ডল পেরিয়ে দিল্লির মসনদকে পাখির চোখ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে প্রচার শুরু করে দেয়। এবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পিচ রেডি করতে ময়দানে নামছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ঘাঁটি গাড়তে চাইছেন দিল্লিতে

২৫ জুলাই সংসদের বাদল অধিবেশন চলাকীলন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সময় ভারতের সমস্ত রাজনৈতিক নেতৃত্ব উপস্থিত থাকবেন দিল্লিতে। সেইসময়ই মমতা বন্দ্যোপাধ্যায় ঘাঁটি গাড়তে চাইছেন জাতীয় রাজনীতিতে। ওই সময় বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করে বিরোধী ঐক্য গড়ে তুলতে চাইছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জল মাপবেন জাতীয় রাজনীতিতে

মোদী বিরোধী সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক, আলাপ-আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় জল মাপবেন জাতীয় রাজনীতিতে। প্রশান্ত কিশোর এই পরিকল্পনা আগে থেকে সেরেই রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরকালে সোনিয়া গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করতে পারেন।

মমতার মতো নেতৃত্ব, কংগ্রেসের মতো সংগঠন

মমতা বন্দ্যোপাধ্যায় একটা আঞ্চলিক দলের নেত্রী। তিনি এবার লড়াইয়ে নামছেন নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে। এই মর্মে মমতাকে নেত্রী হিসেবে তুলে ধরতে চাইছেন প্রশান্ত কিশোর। এই লক্ষ্যে নেমে তিনি অবশ্য ফলাও করে জানিয়ে দিয়েছেন কংগ্রেসকে ছাড়া বিরোধী ঐক্য গড়ে তোলা মুশকিল। কংগ্রেসকে দরকার নেতৃত্বে।

কংগ্রেসকে বাদ দিয়ে অক্ষশক্তি, নৈব নৈব চ

প্রশান্ত কিশোরের কংগ্রেসের হয়ে এই ব্যাটিংকে মমতা বন্দ্যোপাধ্যায় কেমনভাবে নেবেন, সেটা যেমন একটা প্রশ্ন, তেমনই আরও একটা প্রশ্ন হল মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যকে কীভাবে ভাবতে চাইছেন? প্রশান্ত কিশোরের দাবি কিন্তু যুক্তিপূর্ণ। কংগ্রেসকে বাদ দিয়ে কোনও অক্ষশক্তি যে বিজেপিকে হারাতে পারবে না, সেটা তিনি ফলাও করে বলে দিয়েছেন।

কংগ্রেসকে বিরোধী ঐক্যের মধ্যমণি করতে হবে

প্রশান্ত কিশোর সাফ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারে। ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্য ছাড়া পথ নেই। আর সেই ঐক্য হতে হবে কংগ্রেসকে মধ্যমণি করেই। তবেই বিজেপিকে হারানো সম্ভব।

এন এইচ, ১৭ জুলাই

Back to top button