অন্যান্য

টোকিও গেলেন বাংলাদেশের তিন অ্যাথলেট

ঢাকা, ১৭ জুলাই – ভালো কিছু করার প্রত্যাশা নিয়ে টোকিও অলিম্পিকে গেলেন লাল সবুজের তিন অ্যাথলেট।

শুক্রবার জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন দুই আরচার রোমান সানা ও দিয়া সিদ্দিকী এবং শুটার আবদুল্লা হেলে বাকী।

২৩ জুলাই শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মহাযজ্ঞ। এবারের অলিম্পিকে বাংলাদেশের ছয় ক্রীড়াবিদ অংশ নিবেন। এর মধ্যে শুধু রোমান সানাই নিজ যোগ্যতায় অলিম্পিকে কোয়ালিফাই করেছেন। বাকি পাঁচ অ্যাথলেট ওয়াইল্ড কার্ডের মাধ্যমে যাচ্ছেন অলিম্পিকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে সাঁতারু আরিফুল ইসলামের হাতে। রোমান ও দিয়া রিকার্ভ পুরুষ ও নারী একক ইভেন্টের সঙ্গে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও খেলবেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ জুলাই

Back to top button