পশ্চিমবঙ্গ

কলকাতায় যাত্রী বাড়তেই আবার বাড়ল মেট্রোর সংখ্যা! পরিবর্তন হল সময়েও

নব্যেন্দু হাজরা

কলকাতা, ১৬ জুলাই – ছন্দে ফিরছে শহর কলকাতা। বেশ কয়েক মাস পর শুক্রবার থেকে আমজনতার জন্য খুলে গিয়েছে মেট্রোর গেট। প্রথমদিন থেকে বেড়েছে যাত্রীচাপ। আর তাই শুক্রবারই বাড়িয়ে দেওয়া হল মেট্রোর (Kolkata Metro) সংখ্যা। কমানো হল দুটি মেট্রোর মাঝের সময়ের ব্যবধান।

এদিন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যা বাড়ানো হল। সোমবার থেকে দিনের ওই সময়গুলিতে ৬ মিনিট অন্তর মেট্রো ছুটবে। আপাতত ৮ মিনিট অন্তর মেট্রো চলাচল করছে। ফলে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চলাচলকারী মেট্রোর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৮। শুক্রবার ১৯২টি মেট্রো ছুটেছে।

এদিন মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,

দমদম বা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে প্রথম মেট্রো রওনা দেবে সকাল ৮টায়।
কবি সুভাষ থেকে দমদম বা দক্ষিণেশ্বরের দিকে প্রথম মেট্রো ছুটবে সকাল ৮টায়।
সন্ধেয় ৭টা ৪৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে।
দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়।
শনিবার চলবে ১০৪টি মেট্রো। সকাল ৮টা থেকে সাড়ে ১১টা এবং দুপুরে সাড়ে তিনটে থেকে সাড়ে ৭টা পর্যন্ত স্টাফ স্পেশ্যাল ট্রেন চলবে।
রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা বাড়ছে না।

কোভিড পরিস্থিতিকে হারিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে মেট্রোর (Metro) সংখ্যা। সময়সীমাও বেড়েছে বেশ খানিকটা। তবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রোর দরজা খোলেনি। বিশেষ বিশেষ পেশার সঙ্গে জড়িতরাই কেবলমাত্র মেট্রো চড়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারছিলেন। ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। এবার তাঁদের সেই অসুবিধা কিছুটা হলেও কমবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তবে টোকেন চালু না হওয়ায় ভিড় এড়ানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।

সূত্র : সংবাদ প্রতিদিন
এম এউ, ১৬ জুলাই

Back to top button