ক্রিকেট

প্রেসিডেন্টস কাপে বিধ্বংসী বোলিংয়ে ৫ উইকেট সাইফউদ্দিনের

ঢাকা, ২১ অক্টোবর- বিসিবি প্রেসিডেন্টস কাপে বল হাতে আগুন ঝরালেন মোহাম্মদ সাইফউদ্দিন। আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট শিকার করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নাজমুল একাদশের বিপক্ষে ৫ উইকেট নেন তামিম একাদশের সাইফউদ্দিন।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি ৪১ ওভারে নেমে এসেছিল। প্রথমে ব্যাট করতে নামা নাজমুল একাদশ সাইফউদ্দিনের তোপে ১.৩ ওভার বাকি থাকতেই ১৬৫ রানে গুটিয়ে যায়। বৃষ্টি আইনে তামিমদের সামনে লক্ষ্য নির্ধারণ হয়েছে ৪১ ওভারে ১৬৪। ফাইনাল খেলতে হলে এই ম্যাচে জিততেই হবে তামিমদের।

আরও পড়ুন: কলকাতাকে হারিয়ে কোহলির ব্যাঙ্গালুরুর দুর্দান্ত জয়

আসর জুড়েই দারুণ বোলিং করছিলেন সাইফউদ্দিন। আগের তিন ম্যাচে নেন ৭ উইকেট (২, ২, ৩)। ছন্দে থাকার ছাপ রাখলেন এদিনও। শুরুতে সুইং, মাঝের ওভারে লেংথ থেকে গতি পরিবর্তন ও শেষ দিকে ইয়র্কার। তিন ধাপে তিন ধরনের বোলিংয়ে প্রতিপক্ষকে কুপোকাত করেছেন তিনি।

সৌম্য সরকারকে দিয়ে দলের ও নিজের উইকেট উৎসব শুরু করেন সাইফউদ্দিন। এরপর নেন ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট। ফেরান ৫১ রান করা মুশফিকুর রহিমকে। পরে তৌহিদ হৃদয়, রিশাদ হোসেন ও আল-আমিন হোসেনকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেট।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button