পশ্চিমবঙ্গ

ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দেয়া ‘ট্রাফিক সার্জেন্ট’ নিয়ে কোলকাতায় তোলপাড়

কলকাতা, ১৬ জুলাই – ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে সানগ্লাস! দৃশ্যত নায়িকা কিন্তু পরনে ট্রাফিক সার্জেন্টের পোশাক! সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন ধরে এক সুন্দরী ‘ট্রাফিক সার্জেন্ট’ এর ছবি ঘুরপাক খাচ্ছে। তবে বাস্তবে কোলকাতা পুলিশে কোনো নারী সার্জেন্ট না থাকায় এ নিয়ে তোলপাড় চলছে।

ওই তরুণীর নাম সুলগ্না ঘোষ। তার বাড়ি কোলকাতার যাদবপুরের বিক্রমগড়ে। সম্প্রতি নিজেকে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রকে ‘বাবা’ বলেও সম্বোধন করেন তিনি। এরই মধ্যে সুলগ্না ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কোলকাতা পুলিশের সাইবার বিভাগ। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস বাড়াতেই কি এই পোস্ট করেছিলেন তরুণী? নাকি এর পিছনে অন্য কোনও ছক রয়েছে? জেরায় সেই বিষয়টিই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সংবাদমাধ্যম জানিয়েছে, নেটমাধ্যমে সুলগ্না কখনও পুলিশ কমিশনার, কখনও কলকাতা পুলিশের সার্জেন্ট, কখনওবা সাব ইন্সপেক্টরের মেয়ে বলে পরিচয় দিতেন। বিষয়টি নজরে আসতেই ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ করেন তারই এক পরিচিত ব্যক্তি।

জানা গেছে, ইনস্টাগ্রামে পুলিশের পোশাক পরে ছবি দিয়েছিলেন সুলগ্না। সেখানে প্রোফাইলে নিজেকে কলকাতা পুলিশ কমিশনারের মেয়ে বলে উল্লেখ করেন তিনি। সেই ছবি পোস্টও করেছিলেন। আর তাতেই ঘটে বিপত্তি। পুলিশ সম্পর্কে নেটমাধ্যমে ভুল বার্তা ছড়াচ্ছে— এমন অভিযোগ তুলে কলকাতা পুলিশে অভিযোগ করা হয় সুলগ্নার বিরুদ্ধে।

তবে সুলগ্নার দাবি— ইউটিউবে ভিডিও বানানোর জন্য তিনি পুলিশের পোশাক ভাড়া করেছিলেন। সেই পোশাক পরেই ছবি আপলোড করেছিলেন। কোলকাতা পুলিশে কোনো নারী সার্জেন্ট হয় না। তাই তিনি কোনো আইনবিরুদ্ধ কাজ করেননি।

কোলকাতা পুলিশের দাবি, তরুণীর বিরুদ্ধে প্রতারণার কোনও অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে কেন তিনি পুলিশ কমিশনারকে বাবা পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, তরুণীর মা জানিয়েছেন, তার মেয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মডেলিং করেন। একাধিক নাটকেও অভিনয় করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোশাক তাকে পরতে হয়।

সূত্র : ডেইলি বাংলাদেশ
এম এউ, ১৬ জুলাই

Back to top button