বরিশাল
বরিশালে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বরিশাল, ১৬ জুলাই – বরিশাল নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা বাজার এবং আশপাশের এলাকার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।
রোববার সকাল ১০টায় শুরু হওয়া অভিযানে চৌমাথা গোলপুকুরের উত্তর পাড়ের এবং বাজারের প্রবেশ পথের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক রেজাউল কবির জানান, বার বার নোটিশ দেওয়ার পরও অবৈধ দখলদাররা তাদের স্থাপনা সরিয়ে নিচ্ছিলেন না। তাই কর্তৃপক্ষের নির্দেশে রোববার উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সূত্র : সমকাল
এম এউ, ১৬ জুলাই