ফুটবল

নেইমারদের খেলায় হতবাক পিএসজি কোচ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বর্তমান রানার্সআপ পিএসজির শুরুটা ভালো হয়নি। মঙ্গলবার হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরেছে দলটি। শেষ ১৬ বছরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে গ্রুপ পর্বে প্রথম হারল ফরাসি ক্লাবটি। ম্যাচে নেইমারদের পারফরম্যান্সে বড্ড হতাশ পিএসজি কোচ টমাস টুখেল।

নেইমাররা দল হিসেবে খেলতে পারেনি বলে মনে করেন টুখেল, ‘আমাদের পক্ষে জেতা সম্ভব ছিল না। আমি জানি না কেন আমাদের খেলায় ছন্দ ও মনোযোগ ছিল না। অবাক করা ব্যাপার। প্রথমার্ধে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা দল হিসেবে সেভাবে খেলিনি।’

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে যে কীর্তি শুধু মেসি-ফাতির

মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্রুনো ফার্নান্দেসের পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়েছিল পিএসজি। এরপর আত্মঘাতী গোল সমতায় ফিরেছিল। কিন্তু মার্কাশ রাশফোর্ড শেষ দিকে গোল করে ইউনাইটেডকে জয় উপহার দেন।

বিপরীতে নেইমার, কিলিয়ান এমবাপে, ডি মারিয়ারা পারেননি গোল করতে। হারের দায়টা তাদের ওপরও বর্তায় বলে মনে করেন পিএসজি কোচ। বলছিলেন, ‘রক্ষণে বা আক্রমণে আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’

এদিনের ভুল থেকে শিষ্যদের শিক্ষা নিতে বলছেন টুখেল, ‘নিজেদের ভুলগুলো বুঝতে হবে এবং পারফরম্যান্সের মূল্যায়ন করতে হবে।’

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button