তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষে পুলিৎজার জয়ী সাংবাদিক দানিশ সিদ্দিকি নিহত
স্পিন বোলডাক, ১৬ জুলাই-রয়টার্সের সাংবাদিক দানিশ সিদ্দিকি আজ শুক্রবার পেশাগত দায়িত্ব পালনকালে আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় মৃত্যুবরণ করেছেন।
পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকাটিতে আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে একটি সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় তিনি মারা যান।
স্পিন বোলডাক এলাকার মূল বাজারের অংশটির দখল ফিরে পাওয়ার জন্য আফগান স্পেশাল ফোর্স আক্রমণ চালাচ্ছিল। আফগান কমান্ডারের ভাষায়, সংঘর্ষ চলাকালে একজন জ্যেষ্ঠ আফগান সেনা অফিসার ও দানিশ তালেবানদের ‘ক্রসফায়ারে’ প্রাণ হারান।
দানিশ এ সপ্তাহের প্রথম দিক থেকে কান্দাহারের দক্ষিণ অঞ্চলে আফগান স্পেশাল ফোর্সের সঙ্গে থেকে আফগান কমান্ডো ও তালেবান যোদ্ধাদের সংঘর্ষের সংবাদ পাঠাচ্ছিলেন।
এক যৌথ বার্তায় রয়টার্সের সভাপতি মাইকেল ফ্রাইডেনবার্গ ও এডিটর-ইন-চিফ আলেসান্দ্রা গ্যাল্লোনি শোক প্রকাশ করে বলেন, ‘দানিশ ছিলেন একজন অসাধারণ সাংবাদিক, নিষ্ঠাবান স্বামী ও পিতা এবং সবার প্রিয় সহকর্মী। এই খারাপ সময়টিতে তার পরিবার আমাদের চিন্তা জুড়ে রয়েছে।’
দানিশ প্রথমে রয়টার্সকে জানান তিনি আহত হয়েছেন। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় তার হাতে বিস্ফোরিত বোমা থেকে বের হয়ে আসা শ্র্যাপনেলের আঘাত লাগে। তিনি আঘাতের জন্য চিকিৎসা নেন এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় তালেবানরা স্পিন বোলডাক এলাকা থেকে পিছু হটে।
পরে দানিশ বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলতে গেলে তালেবানরা আবারো আক্রমণ করে, জানান আফগান কমান্ডার।
দ্বিতীয়বারের হামলাটির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। ঘটনার বর্ণনা দেওয়া আফগান সেনা কর্মকর্তা আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসার আগ পর্যন্ত তার নাম প্রকাশ না করার অনুরোধ জানান।
দানিশ সিদ্দিকি ২০১৮ সালে রয়টার্সের পুলিৎজার পুরষ্কার জয়ী চিত্রসাংবাদিক দলের সদস্য ছিলেন। দলটি রোহিঙ্গা শরণার্থী সংকটের ওপর প্রতিবেদন তৈরি করে পুরষ্কারটি জিতেছিল।
ভারতের নাগরিক দানিশ সিদ্দিকি ২০১০ সাল থেকে রয়টার্সের ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ, রোহিঙ্গা শরণার্থী সংকট, হংকং প্রতিবাদ আন্দোলন ও নেপালের ভূমিকম্প নিয়ে কাজ করেছেন।
সূত্রঃ দ্যা ডেইলি স্টার
আর আই