জানা-অজানা
নাসার আলোকচিত্রে সন্ধান মিলল ভারত-শ্রীলঙ্কার মধ্যকার প্রাচীন রহস্যময় এক সেতুর
সম্প্রতি নাসার এক আলোকচিত্রে প্রকাশিত হল ভারত-শ্রীলংকার মধ্যকার অতি প্রাচীন রহস্যময় সেতু। ধারনা করা হচ্ছে ১৪৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত মানুষ পায়ে হাঁটার জন্য এ সেতু ব্যবহার করত। পরবর্তীতে সাইক্লোনে সেতুটি নষ্ট হয়ে যায়।
সদ্যপ্রাপ্ত এ সেতুটি লাইমস্টোনের তৈরী ছিল । এর গঠনপ্রকৃতি দেখে বুঝা যায় , এটি মানুষের তৈরী ছিল। বর্তমানে সেতুটি ‘আদম ব্রিজ’ নামে পরিচিত, যা কিনা প্রায় ১৮ মাইল দীর্ঘ ছিল।
আরও পড়ুন: খাটো মানুষে ভরে যেতে পারে পৃথিবী
লাইমস্টোনের শিকলে নির্মিত ব্রিজটি শুরু হয়েছে ভারতে পবন দ্বীপ থেকে যার শেষ শ্রীলঙ্কার মানার দ্বীপে