ফরিদপুর
ফরিদপুর শেখ মুজিব মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু ১২
ফরিদপুর, ১৬ জুলাই – ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৬ জনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, এসময়ে ৩৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৪৮ শতাংশ।
তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান জানান, এ পর্যন্ত হাসপাতালে ৩৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী আছেন ৩৩১ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৩ জন।
সূত্রঃ একুশে
আর আই