দক্ষিণ এশিয়া

তালেবানের হাতে ১১৬ জেলার পতন নিশ্চিত করল আফগান সরকার

কাবুল, ১৬ জুলাই – আফগানিস্তানে একের পর এক জেলা তালেবানদের দখলে চলে যাচ্ছে। এ পর্যন্ত ১১৬টি জেলা তালেবানরা নিয়ন্ত্রণে নিয়েছে বলে নিশ্চিত করেছে কাবুল সরকার।

অন্যদিকে তালেবানদের দাবি, তারা আফগানিস্তানের অন্তত ২০০ জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

আফগান সরকারের প্রশাসনিক সংস্কার বিষয়ক কমিশনের চেয়ারম্যান ও তালেবানের সঙ্গে সরকারি আলোচক দলের সদস্য নাদের নাদেরি বৃহস্পতিবার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নাদেরি বলেন, তালেবানরা দেশের ২৯টি প্রদেশের ১১৬টি জেলা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে। এসব জেলার মোট জনসংখ্যা এক কোটি ৩০ লাখ। তারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

তালেবানরা ওইসব জেলা দখলে নেওয়ায় সরকারি স্থাপনাগুলো ৫০ কোটি ডলার মূল্যের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

সূত্র : বাংলানিউজ
এন এইচ, ১৬ জুলাই

Back to top button