বগুড়ায় করোনায় ও উপসর্গে ১৩ জনের মৃত্যু,শনাক্ত ১৮০
বগুড়া, ১৬ জুলাই- বগুড়ায় করোনা এবং উপসর্গে ১৩ জন মারা গেছেন। এসময় নতুন শনাক্ত হয়েছেন আরও ১৮০ জন। আক্রান্তের হার ৩৬ দশমিক ৫১ শতাংশ। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক শুক্রবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ওই ১৩ জনের মধ্য ৩জন করোনা পজিটিভ ছিলেন। অন্য দশজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও জানান,গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৩টি নমুনা পরীক্ষায় করা হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১১৩জন পজিটিভ হয়েছেন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ১৬ নমুনায় ৩জন এবং এন্টিজেন পরীক্ষায় ১৫৭জনের মধ্যে আরও ৪৫জন করোনা পজিটিভ হয়েছেন। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৮ নমুনায় ১৯জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে।
ডা. সাজ্জাদ জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭২৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪৯৪জনের মৃত্যু হয়েছে। আরও ২ হাজার ৬২জন চিকিৎসাধীন।