সিলেট

সিলেটে করোনায় ৯ জনের মৃত্যু,শনাক্ত ৫৮৪

সিলেট, ১৬ জুলাই-  সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড স্পর্শ করেছে। বুধবারের পর শুক্রবার আবারও সিলেটে একদিনে করোনায় ৯ জনের মৃত্যু হলো। গত ৭ জুলাই প্রথমবারের মতো একদিনে ৯ জনের মৃত্যু হয়েছিল।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ও হবিগঞ্জে একজন করে মারা গেছেন। এখন পর্যন্ত বিভাগে ৫৫৫ জন মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৫৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একদিনে তা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। চলতি মাসে তিনদিন শনাক্তের রেকর্ড দেখা গেছে। বৃহস্পতিবার ৫৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল যা দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল। গত ১১ জুলাই রেকর্ড সর্বোচ্চ ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এদিকে ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্তের হার দেড় শতাংশ বেড়ে হয়েছে ৪৪ দশমিক ৪৯ শতাংশ। হবিগঞ্জ জেলায় শনাক্তের হার ৫০ দশমিক ৪২ শতাংশ। এই জেলায় বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৪৮ দশমিক শূন্য ৬ শতাংশ। শুক্রবার সিলেটে শনাক্তের হার ৪৫ দশমিক ৩৬ শতাংশ, মৌলভীবাজারে ৪১ দশমিক ৩৯ শতাংশ ও সুনামগঞ্জে ৩৯ দশমিক ১৮ শতাংশ।

এদিন সিলেট জেলায় ২৫১ জন, সুনামগঞ্জে ৩৮ জন, হবিগঞ্জে ১২০ জন ও মৌলভীবাজারে ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলে বিভাগে ৩২ হাজার ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ১৩৮ জন।

বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তদের মধ্যে ৪৫৯ জন বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৩ জন।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button