ইভ্যালির প্রধান কার্যালয় ও হটলাইন বন্ধ
ঢাকা, ১৬ জুলাই- রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকায় ইভ্যালির প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার ১৫ জুলাই, সকাল থেকেই কার্যালয়টি বন্ধ। স্বাক্ষর ও তারিখ বিহিন দুটি নোটিশ ঝুলছে ইভ্যালির কার্যালয়ে।
সরেজমিনে দেখা গেছে, অনেক গ্রাহক টাকা ও পণ্য না পেয়ে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘেরাও করেছেন ক্রেতারা। অর্ডার দেওয়া পণ্য বুঝে না পেয়ে বুধবার সকালে সেখানে উপস্থিত হন অর্ধশতাধিক ক্রেতা।
কার্যালয় বন্ধ এবং সেখানে ইভ্যালির কোনো কর্মকর্তা না থাকায় ক্রেতারা বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষুব্ধ ক্রেতাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।
বিক্ষুব্ধ এক ক্রেতা জানান, দীর্ঘদিন অপেক্ষা করেও পণ্য না পেয়ে তারা ইভ্যালির কার্যালয়ে হাজির হন। কিন্তু কার্যালয় বন্ধ এবং সেখানে ইভ্যালির কাউকে পাননি।
ওই সময় কয়েকজন ক্রেতার সঙ্গে ওই কার্যালয়ের গার্ডদের উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলেও জানান তিনি।
ইভ্যালি কার্যালয়ে আসা গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, তাঁরা হটলাইনে ফোন করেও কোনো সাড়া পাচ্ছেন না। ইভ্যালির কাস্টমার কেয়ারে (০৯৬৩৮১১১৬৬৬) কল ধরছেনা।
এদিকে ইভ্যালিসহ ১৪টি ই–কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সিআইডি। এর মধ্যে ধামাকা নামের একটি ই–কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি। পর্যায়ক্রমে অন্যগুলোর বিষয়েও একধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রঃ নতুন সময়
আর আই