লন্ডনে করোনা টিকা নিয়ে অসুস্থ পরিণীতি চোপড়া
লন্ডন, ১৬ জুলাই- বলিউডের আলোচিত নায়িকা পরিণীতি চোপড়া। বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। সেখানে বোন প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতেই থাকছেন।
লন্ডনে করোনার ভ্যাকসিন নিলেন পরিণীতি। তাকে দেয়া হয় ফাইজার টিকা। আর পাঁচজনের মতো টিকা নেওয়ার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নায়িকা। তাকে কাহিল করেছে টিকাকরণ।
ভ্যাকসিন নিয়ে তিনটি ছবি পোস্ট করেছেন পরিণীতি। প্রথম দুটি ছবি টিকা নেয়া হাতের। পরিণীতির মুখে লেগে আছে হাসি। সুপার উইম্যান পোজ দিয়েছেন। আর তৃতীয় ছবিটিতেই টিকাকরণের বাস্তব রূপ স্পষ্ট। কাউচে অসুস্থ, চোখ বন্ধ অবস্থায় শুয়ে পরিণীতি। তার পাশে প্রিয়াঙ্কার পোষ্য ডায়ানা।
পরিণীতি ছবির ক্যাপশনে লিখেছেন, ভ্যাকসিন নিলাম। ছবি তুলেছি। তারপর বাস্তবের সম্মুখীন হলাম।
অনেকেই করোনার টিকা নেয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন। আর এই তালিকা থেকে বাদ যায়নি তারকারাও। এবার পরিণীতি চোপড়াও কাবু হলেন।
জানা গেছে, ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন পরিণীতি। টার্কি ও অস্ট্রিয়াতে আগেই গিয়েছিলেন। বেড়ানোর ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়
সূত্রঃ আরটিভি
আর আই