ঢালিউড

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘কসাই’

ঢাকা, ১৬ জুলাই – ঢালিউডের সম্ভাবনাময়ী নায়িকা প্রিয়মণি ও জনপ্রিয় তারকা নিরব অভিনীত সিনেমা ‘কসাই’ অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। আসন্ন ঈদুল আজহা সামনে রেখে শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন প্রিয়মণি।

এর আগে ঈদুল ফিতরে ‘কসাই’ ​ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন অনন্য মামুন।

এ সম্পর্কে প্রিয়মণি বলেন, আমার প্রথম সিনেমা ‘কসাই’ প্রথমবারের মত বড় পর্দায় যাচ্ছে বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আপনার সবাই আমার জন্য দোয় করবেন এবং অবশ্যই হলে গিয়ে সিনেমাটি দেখবেন।

সত্য নৃশংস ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কসাই’। তাই এর ট্যাগলাইনে রাখা হয়েছে ‘হিংস্রতাই নেশা’। এই সিনেমায় আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির, ক্রিস্টিয়ানো তন্ময়, ফারহান খান রিও, এলিনা শাম্মি, তানজিলা হক প্রমুখ।

এন এইচ, ১৬ জুলাই

Back to top button