রূপচর্চা

চুলের যত্নে অতুলনীয় ঘি

চুলে খুশকি, কিংবা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে না। অথবা হতে পারে খসখসে চুলের ত্বক। যেকোন সমস্যায় চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ঘিয়ের উপর।

কন্ডিশনিং: রুক্ষ চুলের জন্য বাজার থেকে ঘি আর অলিভ অয়েল কিনে আনুন। দুই টেবল চামচ ঘিয়ের সঙ্গে মেশান এক টেবল চামচ অলিভ অয়েল। তারপর চুলে মেখে ২০ মিনিট রাখুন। তারপর শ্যাম্পু করে ফেলুন। চুল হবে চকচকে, নরম আর সিল্কি।

স্পিটলিং: চুলের স্পিটলিং বা ডগা ফেটে যাওয়ার সমস্যায় আপনি জেরবার? এই সমস্যার সমাধান করতে দরকার শুধু তিন চামচ ঘি। তারপর তা ভালো করে মাখিয়ে দিন চুলের ডগায়। দেখবেন স্পিটলিং-এর সমস্যা থেকে মুক্তি পেয়ে গিয়েছেন।

বৃদ্ধি: চুল লম্বা করতেও সাহায্য করে দেশি ঘি। চুলে ভাল করে ঘি মেখে কিছুক্ষণ পরে আমলা বা পেঁয়াজের রস দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। শ্যাম্পু করবেন পরের দিন।

আরও পড়ুন ::

খুশকি: এই সমস্যা থেকে মুক্তি পেতে লেবুর রস থেকে নানা রকম টনিক, কিছুই বাদ দেননি আপনি। কিন্তু ঘি মেখে দেখেছেন কি? আমন্ড অয়েলের সঙ্গে ঘি মিশিয়ে মেখে নিন মাথার স্ক্যাল্পে। ১৫ মিনিট ধরে মাসাজ করুন। তারপর গোলাপ জলে ধুয়ে ফেলুন চুল। দেখবেন খুশকি ভ্যানিশ।

এস সি

Back to top button