জাতীয়

একদিনে প্রায় ২ লাখ মানুষ ভ্যাকসিন নিলেন

 

ঢাকা, ১৬ জুলাই- দেশে বৃহস্পতিবার করোনা ভ্যাকসিন কর্মসূচির আওতায় আরও ১ লাখ ৯৭ হাজার ২৯৮ জন মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে।

এরমধ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৬৬৫ জনকে। ফাইজারের ৪ হাজার ১৪৮ ডোজ (প্রথম ডোজ)। সিনোফার্মের দেয়া হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩১৯ ডোজ (প্রথম ডোজ)। মর্ডানার ৪৬ হাজার ১৬৬ ডোজের (প্রথম ডোজ) ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এ নিয়ে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে মোট ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জন। এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছেন মোট ৬৬ লাখ ৩১ হাজার ৩৩৪ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ১ কোটি ২ লাখ ৫২ হাজার ১৬৫ জন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।

সূত্রঃ চ্যানেল আই
আর আই

Back to top button