নোয়াখালী

নোয়াখালীতে সাবেক এমপির বাড়িতে হামলা-গুলি, নারীসহ আহত ৫

নোয়াখালী, ১৬ জুলাই – নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু নাসের চৌধুরীর বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও দুটি চকলেট বোমা উদ্ধার করেছে।

আহতরা হলেন- খতিজা বেগম (৪৫), রাফেল চৌধুরী (৩৭), আরমান চৌধুরী (৪২), মমতাজ বেগম (৪২) ও মনজিল চৌধুরী (২৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রয়াত আবু নাসের চৌধুরীর নাতি জেলা পরিষদ সদস্য আকরাম উদ্দিন সবুজ চৌধুরীর দাবি, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জার মোবাইল নম্বরে বার বার ফোন দিয়েও ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ককটেল ও বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ওসি আরও বলেন, ‘এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৬ জুলাই

Back to top button