হাসেম ফুড কারখানায় আগুনে প্রাণহানীর মামলা সিআইডিতে
ঢাকা, ১৬ জুলাই – নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় (সেজান জুস) অগ্নিকাণ্ডে ৫১ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের দায়ের করা মামলা তদন্তভার অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
জুলাই বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, ‘অধিকতর তদন্ত করার জন্য পুলিশ হেডকোয়াটারের আদেশে মামলা সিআইডি নারায়ণগঞ্জকে হস্তান্তর করা হবে। এগুলো অতিগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলা। মাত্র নির্দেশনা এসেছে, এখনও হস্তান্তর হয়নি। অনুষ্ঠানিক কাজ শেষে এক থেকে দুইদিনের মধ্যে মামলার যাবতীয় কাগজপত্র সিআইডিকে হস্তান্তর করা হবে।’
এর আগে গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫টায় রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তাৎক্ষণিক ভবন থেকে লাফিয়ে পরে ৩ জন মারা যায় এবং ১০ জন আহত হয়। পরদিন শুক্রবার বিকেলে আগুন নিভিয়ে ফেলার পর ৪৮ জনের পোড়া মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ওই ঘটনায় রূপগঞ্জ থানায় গত ১০ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হত্যার উদ্দেশ্যে সামান্য ও গুরুতর জখমের অভিযোগ করা হয়।
মামলায় কারখানা মালিক এম এ হাসেম (৭০), তার ছেলে হাসীব বিন হাসেম ওরফে সজীব (৩৯), তারেক ইব্রাহীম (৩৫), তাওসীব ইব্রাহীম (৩৩), তানজীম ইব্রাহীম (২১)শাহান শান আজাদ (৪৩), কারখানার উপ মহাব্যবস্থাপক মামুনুর রশিদ (৫৩) ও মো. সালাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। সেদিনই তাদের ৪ দিন করে রিমান্ডে নেয়া হয়। তাদের মধ্যে তাওসীব ও তানজীম গত ১৪ জুলাই আদালত থেকে জামিন পেয়েছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ জুলাই