এবারও ঈদের জামাত হচ্ছে না শোলাকিয়ায়
কিশোরগঞ্জ, ১৫ জুলাই – উপমহাদেশের প্রাচীন দেশের সর্ববৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের ঈদুল আজহার জামাতও অনুষ্ঠিত হবে না।
ভয়াবহ জঙ্গি হামলাও এই ঈদগাহ ময়দানের জামাত ঠেকাতে পারেনি। কিন্তু গত বছরের মতো এবারও করোনা আতঙ্কে জামাত বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন।
কিশোরগঞ্জ কালেক্টরেট ভবনে ঈদুল আজহার প্রস্তুতি সভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ঈদ উদযাপন প্রস্তুতি কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম।
ডিসি জানান, শোলাকিয়ায় লাখো মুসল্লির সমাগম হয়। বর্তমানে করোনার ভয়াবহতাও বাড়ছে। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে এবারের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না।
উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে নরসুন্দা নদীর উত্তর তীরে অবস্থিত প্রায় আড়াইশ’ বছরের ঐতিহ্যবাহী এই বিশালায়তন ঈদগাহ ময়দানে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করে আসছেন।
সূত্র: যুগান্তর
এম ইউ/১৫ জুলাই ২০২১