ইউরোপ

মারা গেলেন নেদারল্যান্ডসের অপরাধ বিষয়ক বিখ্যাত সাংবাদিক পিটার

আমস্টারডাম, ১৫ জুলাই – নেদারল্যান্ডসের অপরাধ বিষয়ক বিখ্যাত সাংবাদিক পিটার আর ডি ভিরিজ আর নেই। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা গেছেন। গত ৬ জুলাই রাজধানী অ্যামস্টারডেমে সশস্ত্র একদল লোক তাকে গুলি করে পালিয়ে যায়।

এক বিবৃতিতে তার পরিবার জানায়, ‘পিটার জীবনের শেষ প্রাপ্ত পর্যন্ত লড়াই করেছেন। কিন্তু তিনি এ যুদ্ধ জয়ের আর সামর্থ্য রাখেন না।’

৬৪ বছরের পিটারের ওপর হামলা হয় অ্যামস্টারডেমে একটি টেলিভিশন টক শো থেকে বের হওয়ার পর পরই। অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। মাথায় ও দেহের কয়েকটি অংশে তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যত পুরো নেদাল্যান্ডসের মানুষ তার আরোগ্যের জন্য প্রার্থনা করেন। কিন্তু শেষ পর্যন্ত আর সেরে ওঠেননি পিটার। তার উপর হামলার ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

তথ্যসূত্র: বাংলাদেশ জার্নাল
এস সি/ ১৫ জুলাই

 

Back to top button