ক্রিকেট

প্রশ্নবিদ্ধ জিম্বাবুয়ের কাইয়ার বোলিং অ্যাকশন

হারারে, ১৫ জুলাই – বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটা ভালো কাটেনি রয় কাইয়ার। ব্যাটে-বলে দুই দিন থেকেই ছিলেন ব্যর্থ। এর ভেতর শুনলেন আরও খারাপ খবর।

হারারে টেস্টে নাকি তার বোলিং অ্যাকশন ছিল প্রশ্নবিদ্ধ। বুধবার আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাইয়ার বোলিং পর্যবেক্ষণ করে দেখবে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল। তবে বর্তমান পরিস্থিতির কারণে আইসিসির স্বীকৃত পরীক্ষাগারে যেতে পারবেন না এই অল-রাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে কাইয়া বোলিং করেছেন ২৩ ওভার, যদিও পাননি কোনও উইকেট। ব্যাট হাতেও ছিলেন একেবারেই শূন্য। দুই ইনিংসেই লিখতে পারেননি নামের পাশে কোনও রান।

পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে ওয়ানডে অভিষেক হলেও ওই ম্যাচটার পর এখন পর্যন্ত আর কোনও ম্যাচ খেলার সুযোগ আসেনি। তবে চলতি বছরের এপ্রিলে সেই পাকিস্তানের বিপক্ষেই অভিষেক হয় টেস্ট ক্রিকেটে।

এদিকে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিতে বেশ সমৃদ্ধ ক্যারিয়ার রয়েছে তার। তিন ফরম্যাট মিলে মিলে ১৪৩ উইকেট রয়েছে কাইয়ার। তবে তিন টেস্ট ও এক ওয়ানডের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইকেটের দেখা পাননি এখনও।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৫ জুলাই

Back to top button