ফুটবল
শিরোপা নিশ্চিত হলো বসুন্ধরা কিংস মেয়েদের
ঢাকা, ১৫ জুলাই- পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলে শিরোপা ঘরে তুলে নিয়েছে বসুন্ধরা কিংস নারী দল। সর্বশেষ ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ৬-০ গোলে উড়িয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগের মুকুট ধরে রাখল দলটি।
বৃহস্পতিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কিংসের এই জয়ে শামসুন্নাহার জুনিয়র ২টি এবং সাবিনা খাতুন, তহুরা খাতুন, মনিকা চাকমা ও রিতু পর্না একটি করে গোল করেন।
১২ ম্যাচের সবকটিতে জিতে ৩৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই