বরিশাল

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫০০

বরিশাল, ১৫ জুলাই- বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫০০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৩৮ দশমিক ৪৯।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় ছয় জেলায় মোট ১ হাজার ২৯৯ টি নমুনা পরীক্ষায় ৫০০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। একই সময়ে বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন তিন জন। তারা সবাই বরগুনা জেলার বাসিন্দা।  এদের মধ্যে দুইজন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  আরেকজনের মৃত্যু হয়েছে বরগুনাতে।

অপরদিকে শেবাচিম হাসপাতালের করোনা সংক্রান্ত তথ্য প্রদানকারী কর্মকর্তা জাকারিয়া খান স্বপন জানান, এ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘন্টায় ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৪ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৬১ শতাংশ।

গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা ও পরীক্ষার বিপরীতে শনাক্তের দিক দিয়ে বরিশাল জেলা শীর্ষে রয়েছে। এ জেলায় ২৪ ঘন্টায় ৩৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৪৯ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে ভোলা জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ৭৩ শতাংশ। এ জেলায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের পজিটিভ শনাক্ত হয়।

পটুয়াখালী জেলায় গত ২৪ ঘন্টায় ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ১২ শতাংশ। ঝালকাঠীতে শনাক্তের হার ৩৪ শতাংশ। এ জেলায় ২৫০ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের পজিটিভ শনাক্ত হয়।

বরগুনায় ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন এবং পিরোজপুরে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের পজিটিভ শনাক্ত হয়। এ দুই জেলাতে শনাক্তর হার যথাক্রমে ৩১ দশমিক ৯৪ এবং ২৯ দশমিক ৮৩ শতাংশ।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার ৮টা সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২৭৯ জন। তার মধ্যে ১০৩ জন পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্রঃ সমকাল

আর আই

Back to top button