এক সময় ডেলিভারি বয়ের কাজ করেছিলেন অভিনেতা হর্ষবর্ধন
মুম্বাই, ১৫ জুলাই – বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে। লাইট, ক্যামেরার ঝলকানিতে এখন তার জীবনে আলো ফুটলেও এক সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। পেট চালাতে ডেলিভারি বয়ের কাজ করেছেন এই অভিনেতা। আজ তিনি বড় পর্দায় নিজের ঝলক দেখিয়ে দর্শকদের নজর কেড়েছেন।
সম্প্রতি মুক্তি পেয়েছে হর্ষবর্ধন অভিনীত ‘হাসীন দিলরুবা’ সিনেমাটি। এতে আরো আছেন তাপসী পান্নু ও বিক্রান্ত ম্যাসি। এদিকে অভিনেতা জন আব্রাহাম প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।
এক সাক্ষাৎকারে হর্ষবর্ধন রানে বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না জন স্যার আমার সিনেমার প্রযোজক। তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমার ভয় করে। ২০০৪ সালে স্যারকে আমি একটি হেলমেট ডেলিভারি করতে এসেছিলাম। সেই সময় দূর থেকে তাকে দেখি। আমি স্বপ্ন দেখতাম নায়ক হওয়ার। জন স্যারের মতো করে নিজেকে দেখতে চাইতাম। আমি তার ভক্ত প্রথম থেকেই।‘
তিনি বলেন, ‘এতগুলো বছর অনেক কষ্ট করে আজ সেই বলিউডেই আমি কাজ করছি। আর সৌভাগ্যবশত জন স্যারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। স্যারের সিনেমাতেই আমি নায়কের ভূমিকায় অভিনয় করব।’
এই অভিনেতা আরো বলেন, ‘জন স্যার আমাকে বার বার বলেছেন, আমি যেন তাকে স্যার বলে না ডাকি। কিন্তু আমি কিছুতেই পারি না। স্যারকে দেখলেই আমার ২০০৮ সালের স্মৃতি মনে পড়ে যায়। তিনি আমার কাছে সারা জীবনই স্যার থাকবেন।’
এস সি/১৫ জুলাই