এবার হজে চালু করা হয়েছে ফোনলাইন সেবা, বাংলাসহ একাধিক ভাষায় জানা যাবে তথ্য
প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসলমান হজে অংশগ্রহণ করেন। তবে করোনার কারণে গতবারের মতো এবারও কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। সে হিসেবে শুধু সৌদি আরবের নাগরিক ও সে দেশে বসবাস করছেন এমন ব্যক্তিরা হজে অংশ নিতে পারছেন।
হাজীদের সুবিধার্থে দেশটির কর্তৃপক্ষ নানা ধরনের সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত সংখ্যক ইমাম নিয়োগ। এ ছাড়া বিশেষ একটি ফোন লাইন ব্যবহার করে বাংলাসহ একাধিক ভাষায় জানা যাবে তথ্য।
এক বিবৃতি জানায়, হাজীদের নির্দেশনা দিতে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ১৩৫ জম আলেম ও ইমাম নিয়োগ দিয়েছে।
হজ সম্পর্কিত যেকোনো প্রশ্নের জবাব পাওয়া যাবে তাদের কাছ থেকে।
হজযাত্রীরা যাতে সাচ্ছন্দ্য ও শান্তিপূর্ণ মনে সব আনুষ্ঠানিক সম্পন্ন করতে পারে, তাই এ কর্মসূচি নেওয়া হয়েছে দেশটির তরফে। যেখানে হজ সম্পর্কিত সব ধরনের পরিষেবা পাওয়া যাবে।
এ ছাড়া স্বয়ংস্ক্রিয়ভাবে সাড়া দেয়, ১০টি ভাষায় এমন একটি ফোনলাইন চালু করা হয়েছে। বাংলা ছাড়া বাকি ভাষাগুলো হলো আরবি, ইংরেজি, ফরাসি, তুর্কি, হিন্দি, উর্দু, হাউসা, ইন্দোনেশীয় ও আমারিক।
অনলাইনের মাধ্যমে ৬০ হাজার হজ প্রত্যাশীর নিবন্ধন সম্পন্ন হয়েছে কর্তৃপক্ষ। গত মাসের মাঝামাঝি অনলাইনে নিবন্ধনের জন্য বিশেষ একটি সাইট খুলে দেওয়া হয়। প্রথম চব্বিশ ঘণ্টার মাঝেই চার লাখের বেশি মানুষ আবেদন করেন।
এবার ১৭ জুলাই শুরু হবে হজ, ১৯ জুলাই হবে আরাফাতের দিন।
এস সি/১৫ জুলাই