শিক্ষা

এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ড. দিপু মণি

ঢাকা, ১৫ জুলাই – স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত সিলেবারে শুধুমাত্র তিনটি বিষয়ের উপর নম্বর হ্রাস করে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. দিপু মণি। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এছাড়া এসএসসি-এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে এসএসসি পরীক্ষা, এবং এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময় হতে পারে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ।

তিনি আরও বলেন, এ বছরের ঝুলে থাকা এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে জেডিসি-জেএসসি এবং এসএসসি পরীক্ষায় পাওয়া নম্বরের উপর ভিত্তি করে পাস করিয়ে দেয়া হবে। এ জন্য প্রস্তাব তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: বিডি লাইভ ২৪
এস সি/১৫ জুলাই

Back to top button