এবার নিশো-মেহজাবিন জুটি আসছে থ্রিলার নিয়ে
ঢাকা, ১৫ জুলাই – রোমান্টিক-কমেডি নাটকে হরহামেশাই পাওয়া যায় অভিনেতা আফরান নিশোকে। বিশেষ করে মেহজাবীন চৌধুরীর সঙ্গে এমন রূপেই বেশি পাওয়া গেছে তাকে। এবার এই জুটি আসছে থ্রিলার নিয়ে।
ঈদের জন্য তৈরি টেলিছবি ‘পুনর্জন্ম’-এ নিশোকে ভিন্নভাবে দেখা যাবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ভিকি জাহেদ।
এতে ফাইভ স্টার হোটেলের শেফ নিশো। কিন্তু তার চলাফেরা পুরোটাই রহস্যঘেরা। কোনও কোনও সময় তিনি শেফ থেকে অন্যরূপে হাজির হন।
এতে নিশোর স্ত্রী নীলা হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন। আর টেলিছবিতে অন্যতম প্রভাবক হিসেবে দেখা যাবে বাড়ির ড্রাইভার শাহেদ আলীকে।
ভিকি জাহেদ বলেন, ‘একেবারে নতুন ধরনের গল্প। দর্শকরা যে ধরনের থ্রিলার দেখে অভ্যস্ত তেমনটি নয়। আমার বিশ্বাস, প্রচারের পর এই টেলিছবিটি নিয়ে বেশ আলোচনা হতে পারে।’
টেলিছবিটি ঈদুল আজহার চতুর্থ দিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।
এস সি/১৫ জুলাই