ক্রিকেট

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান

বার্মিংহাম, ১৫ জুলাই – করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের পুরো দল কোয়ারেন্টাইনে থাকায় পাকিস্তানের বিপক্ষে খানিকটা দ্বিতীয় সারির দল খেলায় ইসিবি। তাতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট বাগিয়ে নেয়ার সুযোগ থাকলেও উল্টো হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়ে ছিল সফরকারীরা। তবে সিরিজের শেষ ম্যাচে মূল্যবান ১০ পয়েন্ট তুলে নেওয়ার সুযোগ ছিল তাঁদের হাতে। কিন্তু সেটাও লুফে নিতে পারেনি। বাবর আজমের ক্যারিয়ার সেরা ১৫৮ ও ইমাম উল হক, মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩৩২ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু জেমস ভিন্সের সেঞ্চুরি ও লুইস গ্রেগরি অনবদ্য ৭৯ রানের ইনিংসের ওপর ভর করে ১২ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পায় স্বাগতিকরা। তাতে এজবাস্টনে রেকর্ড ৩৩২ রান তাড়া করে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। এর আগে এজবাস্টনে সর্বোচ্চ ২৭৮ রান তাড়া করে জয় পাওয়ার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার।

মঙ্গলবার বার্মিংহামের এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের জন্য ৩৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। হাসান আলির বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন ডেভিড মালান। বাঁহাতি এই ওপেনার সুবিধা করতে না পারলেও অপর প্রান্তে থাকা ফিল সল্ট ছিলেন দুর্দান্ত। আক্রমণাত্বক ব্যাটিং করা সল্টকে থামান হারিস রউফ। সপ্তম ওভারে গিয়ে ২২ বলে ৩৭ রান করা সল্ট ফেরান ডানহাতি এই পেসার। তিনে নেমে থিতু হলেও হাফ সেঞ্চুরির আগে ফেরেন জ্যাক ক্রলি। সাত চারে ৩৪ বলে ৩৯ রান করা ক্রলিকেও ফিরিয়েছেন রউফ।

পুরো সিরিজে ব্যাট হাতে সেভাবে কিছু করতে না পারলেও এদিন দারুণ শুরু করেছিলেন বেন স্টোকস। তবে ২৮ বলে ৩২ রান করে শাদাব খানের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ইংল্যান্ডের এই অধিনায়ককে। এরপর জন সিম্পসন ফিরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। যদিও গ্রেগরিকে নিয়ে সেই চাপ সামলে নেন ভিন্স। ষষ্ঠ উইকেট জুটিতে তাঁরা দুজন ১২৯ রান তুললে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় ইংল্যান্ড। ১১ চারে ৯১ বলে সেঞ্চুরি তুলে নেন ভিন্স। এর আগে ৪৫ বলে হাফ সেঞ্চুরি ‍তুলে নিয়েছিলেন তিনি। সেঞ্চুরি ‍তুলে নেয়ার পর অবশ্য ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯৫ বলে ১০২ রান করে রউফের বলে সাজঘরে ফেরেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ভিন্সের বিদায়ের পর ফেরেন গ্রেগরিও। ৫৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া গ্রেগরি শেষ পর্যন্ত ৬৯ বলে ৭৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথে হাঁটেন। তাঁরা দুজন ফিরলে ক্রেইগ ওভারটন ও বাইডন কার্স মিলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। পাকিস্তানের চারটি উইকেট নিয়েছেন রউফ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে পাকিস্তান। দলটির হয়ে সর্বোচ্চ ১৫৮ রান করেছেন অধিনায়ক বাবর। এ ছাড়া রিজওয়ান ৭৪ ও ইমাম উল করেছেন ৫৬ রান। ইংল্যান্ডের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন কার্স।

সূত্র : পূর্বপশ্চিমবিডি
এন এইচ, ১৫ জুলাই

Back to top button